ভারতবধের উদযাপনপর্ব শেষ, স্বপ্না-শিউলিদের চোখ এখন ফাইনালে
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাধভাঙা উচ্ছ্বাস করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগে কখনই যে দলকে হারানো যায়নি, সেই দলের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে ৩-০ গোলের জয়! উচ্ছ্বাস আটকে রাখার কী উপায় আছে?
তবে মঙ্গলবারের ওই আনন্দ-উল্লাসটা সেদিনই শেষ করে দিয়েছেন সাবিনা খাতুনরা। এখন তারা পা মাটিতে রেখে পণ করেছেন সেমিফাইনালে ভুটানকে হারানোর। তাহলে ফাইনালে খেলার যে লক্ষ্য নিয়ে নেপাল গিয়েছে নারী ফুটবল দল, তা পূরণ হবে।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক সিরাত জাহান স্বপ্না। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতকে ৩-০ গোলে হারানোর ম্যাচে দুটি গোলই তার। অপর গোলটি করেন কৃষ্ণা রানী সরকার।
জোড়া গোল করা সিরাত জাহান স্বপ্না ভারতকে হারিয়ে করা উল্লাস প্রসঙ্গে বলেছেন, ‘সত্যি বলতে কি আমরা মাঠেই যা আনন্দ-উল্লাস, হৈ-হুল্লোড় করেছি। হোটেলে ফিরে সেভাবে তেমন কিছু হয়ে উঠেনি। ডিনার করেছি। অনেকের পায়ে ব্যথা ছিল, আইসবাথ করেছি। ট্রিটমেন্ট নিয়েছি। এ সব মিলিয়েই হোটেলে আর আনন্দ-উল্লাস করা হয়নি।’
সামনে আরও বড় মিশন। অর্থাৎ সেমিফাইনাল। মানসিকভাবে কতটা প্রস্তুতি নিচ্ছেন? জবাবে স্বপ্না বলেছেন, ‘এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেমিফাইনাল জেতা। বরাবরই আমরা বলে আসছি, ফাইনালে খেলব। সেই লক্ষ্য নিয়েই এগুচ্ছি। ভুটান ভালো দল। তাদের ছোট করে দেখার অবকাশ নেই। আমরা আগের ম্যাচের ধারাবাহিকতা বজায় রেখেই ভুটানের সঙ্গে ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।’
জয়ের আনন্দ সবসময়ই অন্যরকম। আর সেই জয় যদি হয় ভারতের বিপক্ষে। ওই জয়ে জোড়া গোল করা স্বপ্নার মনের অবস্থা সবার চেয়ে ভালো। সেটা তিনি প্রকাশ করলেন এভাবে, ‘ভারতকে হারানো একটা বড় পাওয়া। কারণ তারা পাঁচবারের চ্যাম্পিয়ন। অনেক শক্তিশালী দল। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক ওপরে। এমন দলের বিপক্ষে জয়টা বলার অপেক্ষা রাখে না।’
ডিফেন্ডার শিউলি আজিম বলেছেন, ‘আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার যে প্রতিজ্ঞা ছিল, সেটা আমরা করতে পেরেছি। সে জন্য যা উল্লাস করার মাঠেই করেছি। আজকে সকাল থেকে আমাদের আর উল্লাস নেই। আমাদের পুরোপুরি ফোকাস এখন সেমিফাইনাল। ফাইনালে যাওয়ার জন্য সেমিফাইনাল আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ ভুটান। তারাও কিন্তু তাদের যোগ্যতা দিয়ে এখানে এসেছে। তাই তাদের খাটো করে দেখার কোনো ব্যাপার নেই। যেহেতু সেমিফাইনাল, তাই আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
আরআই/এমএমআর/এএসএম