গির্জা বানাতে দেড় কোটি টাকা দিলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:০১ পিএম, ১৭ আগস্ট ২০২২

গত রোববার মিশরের একটি গির্জায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ১৮ শিশুসহ মোট ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৫৫ জন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজধানী কায়রোর কাছের একটি শহরে।

সেই পুড়ে যাওয়া গির্জা পুনঃনির্মাণ করতে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছেন দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা মোহামেদ সালাহ। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন।

এর মধ্যেই এলো সালাহর অনুদানের খবর। মিশরের সংবাদমাধ্যম অনটাইম স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গির্জাটির কাজে ৩০ লাখ মিশরিয়ান ডলার (প্রায় দেড় কোটি টাকা) দান করেছেন সালাহ। তিনি নিয়মিতই নানান জনকল্যাণমূলক কাজে দান করে থাকেন।

সানডে টাইমসের জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে ২০২২ সালে জনকল্যাণমূলক কাজে খরচ করাদের তালিকায় আট নম্বরে রয়েছেন সালাহ। এখন পর্যন্ত তিনি প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড দান করেছেন। যা তার মোট সম্পত্তির (৪১ মিলিয়ন পাউন্ড) প্রায় ছয় শতাংশের সমান।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।