একদিনে মাঠে গড়ালো দুটি লিগ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১০ আগস্ট ২০২২

ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটি এক দিনেই শুরু করলো দুটি লিগের খেলা। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের একইসঙ্গে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার।

বসুন্ধরা কিংস এরেনায় দুটি লিগের উদ্বোধন করেছেন ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি মো. ইমরুল হাসান।

উদ্বোধনী দিনে দ্বিতীয় বিভাগ লিগের খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২-১ গোলে হারিয়েছে বিক্রমপুর কিংসকে। বিকেএসপির গোল করেছেন ইমন হোসেন ও আল মিরাদ। বিক্রমপুর কিংসের গোলদাতা সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ইলিয়াছ হোসেন, নুরুল ইসলাম নুরু, মহিদুর রহমান মিরাজ, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ মহানগরী ফুটবল লিগ কমিটির অন্যান্য কর্মকর্তাগন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।