প্রায় কোটি টাকায় সাইফ থেকে শেখ রাসেলে জামাল ভূঁইয়া!
বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষের পথে। এরই মধ্যে বেশিরভাগ ক্লাব লিগের খেলা শেষ করেছে। মঙ্গলবার পর্দা নামবে এবারের প্রিমিয়ার লিগের। লিগ শেষ না হলেও অনেক আগে থেকেই নতুন মৌসুমের দলবদলের বাজার জমে উঠেছে।
এরই মধ্যে লিগ শেষ করা দলগুলোর মধ্যে আছে সাইফ স্পোর্টিং ক্লাব। জানা গেছে, এবার দলবদলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ক্লাব হবে সাইফ স্পোর্টিং ক্লাব। দলটির সাবেক অধিনায়ক জামাল ভূঁইয়াসহ গুরুত্বপূর্ণ ৫ ফুটবলার সাইফ ছেড়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে কথাবার্তা পাকা করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
আগেই বাতাসে ভাসছিল, এবারের দলবদলে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন জাতীয় দলের অধিনায়ক। একটি সূত্র জানিয়েছে, কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিকে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করেছেন ডেনমার্ক প্রবাসী এই ফুটবলার।
শেখ রাসেল এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গঠন করছে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার ক্লাবটির প্রিমিয়ার লিগের শেষ খেলা। লিগ শেষ করেই তারা দলগঠন ও কোচ নিয়োগের বিষয়ে সভা করবে।
শেষ হতে যাওয়া লিগে তাদের প্রথমে কোচ ছিলেন সাইফুল বারী টিটু। মাঠে ধারাবাহিক খারাপ করার পর ক্লাবটি প্রধান কোচ টিটুকে বরখাস্ত করে। লিগের বাকিটা চালিয়ে নেন সহকারী কোচ জুলফিকার মাহমুদ মিন্টু।
এবার শেখ রাসেল ক্রীড়া চক্রের ডাগআউটে দেখা যেতে পারে বিদেশি কোচ। মোহামেডান থেকে পদত্যাগ করা অস্ট্রেলিয়ার কোচ শন লেন এবং সাইফ স্পোর্টিংয়ের আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানির দিকে নজর ক্লাবটির। দুইজনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। এই দুইজনের একজনকে আগামী মৌসুমে রাসেলের ডাগআউটে দেখা গেলেও যেতে পারে।
আরআই/এমএমআর/এমএস