‘জাতীয় পতাকা বহন বিশাল সম্মানের’
রাত পোহালেই কমনওয়েলথ গেমস উদ্বোধনের দিন। ইংল্যান্ডের বার্মিংহামে বৃহস্পতিবার শুরু হবে কমনওয়েলথভূক্ত দেশগুলোর সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা। বাংলাদেশও অংশ নিচ্ছে এই গেমসে ৭ ডিসিপ্লিনে।
বুধবার গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশ কন্টিনজেন্টের নেতৃত্ব দেবেন দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। তার হাতেই থাকবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। আন্তর্জাতিক গেমসে দেশের পতাকা বহন করার আগে রোমাঞ্চিত মাবিয়া বার্মিংহাম থেকে জানালেন তার অনুভূতির কথা।
জাগো নিউজ : কমনওয়েলথ গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা থাকবে আপনার হাতে। কেমন অনুভূতি?
মাবিয়া : দেশের পতাকা হাতে দেশের দলের প্রতিনিধিত্ব করা বিশাল সম্মানের। আমি প্রথমে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে পতাকা বহনের জন্য নির্বাচিত করার জন্য।
জাগো নিউজ : এর আগে কি কখনো কোন গেমসে জাতীয় পতাকা বহন করেছেন?
মাবিয়া : হ্যাঁ করেছি। ২০১৮ সালে জাকার্তায় অনষ্ঠিত এশিয়ান গেমসেও আমার হাতে ছিল লাল-সবুজ পতাকা। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।
জাগো নিউজ : নিজের প্রস্তুতি নিয়ে কিছু বলেন?
মাবিয়া : কমনওয়েলথের মতো গেমসে অংশ নিতে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটা পারিনি। স্বপ্ল প্রস্তুতি নিয়েই আমাকে খেলতে আসতে হয়েছে।
জাগো নিউজ : গত কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিলেন। সেখানে কি রেজাল্ট ছিল আপনার?
মাবিয়া : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওই গেমসে আমি ষষ্ঠ হয়েছিলাম।
জাগো নিউজ : এবার আপনার লক্ষ্য কি?
মাবিয়া : এই গেমসে আমাদের পক্ষে পদক জেতা সম্ভব না। আমি চেষ্টা করবো যাতে নিজের সেরাটা দিতে পারি।
জাগো নিউজ : আপনার খেলা কবে এবং অন্যরা কে কবে খেলতে নামবেন?
মাবিয়া : আমার খেলা ১ আগস্ট। সবার আগে খেলবে ২৯ জুলাই মারজিয়া আক্তার ইকরা ও আশিকুর রহমান তাজ। মনিরা কাজী খেলবেন ২ আগস্ট।
জাগো নিউজ : ধন্যবাদ।
মাবিয়া : আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/