রোনালদোকে আরও তিনটি বিশ্বকাপে দেখতে চান কাকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ২৭ জুলাই ২০২২

বয়সের কাঁটা এরই মধ্যে ছুঁয়ে ফেলেছে ৩৭-র ঘর। ২০২৬ সালের বিশ্বকাপের আগে তার বয়স হয়ে যাবে ৪১-র বেশি। তবু তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো বলেই ভক্ত-সমর্থকদের মনের গহীন কোণের আশা, ২০২৬ সালের বিশ্বকাপেও খেলবেন প্রিয় তারকা।

তবে সবাইকে ছাপিয়ে গেলো যেনো ব্রাজিলিয়ান তারকা কাকার আশা। তিনি চান, আরও তিনটি বিশ্বকাপ খেলুক রোনালদো। তবে জোর দিয়ে বলেননি এ কথা। রোনালদোর ফিটনেস ও মানসিক অবস্থার কথা বিবেচনা করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন কাকা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া বিশ্বকাপটিই শেষ ছিল কাকার। এরপর ২০১৪ সালের আসরে দলে সুযোগ পাননি। যে কারণে শেষ বিশ্বকাপ বলতে যা বোঝায় তা নিয়ে ঠিক অভিজ্ঞতা নেই কাকার। কেননা তিনি নিজেও জানতেন না ২০১০ সালই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।

তাই ২০২২ সালই রোনালদোর শেষ বিশ্বকাপ কি না সে বিষয়ে মন্তব্য করতে পারছেন না কাকা, 'একজন ফুটবলার হিসেবে নিজেই এই জায়গায় রাখা কঠিন। কারণ আমার এই অভিজ্ঞতা হয়নি। সবশেষ ২০১০ সালের আসরে খেলেছিলাম আমি। চেষ্টা করেছিলাম ২০১৪ সালের আসরেও খেলতে। কিন্তু সেবার দলে জায়গা হয়নি।'

ফিফা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেন, 'রোনালদো এখন এই অবস্থায় আছে যে, সে একটা বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে এবং এই আসরে সে খেলবে। সামনের দিনগুলোতে এটি নির্ভর করবে তার শারীরিক ফিটনেসের ওপর, সে কীভাবে নিজেকে অনুপ্রাণিত করে সেটিও দেখার।'

এসময় নিজের আশার কথা জানিয়ে কাকা বলেন, 'আমি ভুল না হলে, সে তার পঞ্চম বিশ্বকাপ খেলতে চলেছে। এটি সত্যিই দারুণ। আমার তো ইচ্ছে হয়, সে যেনো আরও তিনটি বিশ্বকাপ খেলতে পারে (হাসি)। তবু দেখা যাক। আশা করি এবার সে ভালো করবে এবং ঠাণ্ডা মাথায় ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারবে।'

এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।