প্রেসিডেন্টের কাছে ‘মেসিকে চাইলেন’ বার্সা কোচ জাভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৮ এএম, ২৫ জুলাই ২০২২

২০২১-২২ মৌসুমের শুরুতে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বিনা ট্রান্সফার ফি’তে করা দলবদলে পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যা শেষ হবে আগামী বছরের জুনে।

এরপর মেসিকে আবার বার্সেলোনায় দেখতে চান ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ও বর্তমান হেড কোচ জাভি হার্নান্দেজ। এরই মধ্যে বার্সেলোনা ক্লাবের প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কাছে নিজের চাহিদার কথা জানিয়েছেন জাভি। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে এ খবর।

খেলোয়াড়ি জীবন থেকেই মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে জাভির। তার বিশ্বাস, মেসি আবার বার্সায় ফিরলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অর্থনৈতিকভাবেও লাভবান হবে ক্লাবটি। এছাড়া খেলোয়াড় হিসেবে আরও বেশ কয়েকবছর সার্ভিস দিতে পারবেন মেসি।

গতবছর বার্সেলোনা ছাড়ার সময় নিজের শৈশবের ক্লাবের সঙ্গে তিক্ত অভিজ্ঞতাই হয়েছিল মেসির। চোখের জলে বিদায় নিয়েছিলেন তিনি। জাভির মতে, মেসিকে আবার বার্সেলোনায় ফেরানো হলে আগের সব মতপার্থক্যগুলো দূর করা যাবে। যা দুই পক্ষে সম্পর্ক উন্নয়নেও সাহায্য করবে।

তাই পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হওয়া মাত্রই তাকে বার্সায় ফিরিয়ে আনতে বলেছেন জাভি। যাতে করে বার্সায়ই অবসর নিতে পারেন আর্জেন্টাইন সুপারস্টার।

সূত্র: স্পোর্ট স্পেন

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।