ট্রফি প্রদান শেষ ম্যাচেই-কিংসকে জানিয়ে দিয়েছে বাফুফে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৪ জুলাই ২০২২

এক ম্যাচ আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের জন্য হুমকির সুরে বাফুফেকে যে অনুরোধ করেছিল বসুন্ধরা কিংস তা আমলে নেয়নি দেশের ফুটবলের অভিভাবক সংস্থা। শনিবার কিংসের প্রদান করা চিঠির জবাবে রোববার বাফুফে চ্যাম্পিয়ন দলটিকে জানিয়ে দিয়েছে তাদের শেষ ম্যাচেই ট্রফি এবং মেডেল প্রদান করা হবে। বাফুফে কিংসকে অনুরোধ করেছে তারা যেন শেষ ম্যাচে ট্রফি গ্রহণ করে।

বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ বলেছেন, ‘বসুন্ধরা কিংস আমাদের চিঠি দিয়েছিল তাদের ট্রফিটি এক ম্যাচে আগে দিতে। ২৫ জুলাই তাদের মাঠে আবাহনীর বিপক্ষে খেলা। তবে আমরা সেটা দিতে পারছি না। কারণ, কয়েক বছর ধরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি দেওয়া হয়ে আসছে দল দুইটির শেষ ম্যাচে। শেষ ম্যাচেই পুরস্কার দেওয়া হবে সেটা তাদের জানিয়েছি। একইভাবে আমরা পুরস্কার প্রদানের বিষয়টি আবাহনীকেও জানিয়ে দিয়েছি।’

বসুন্ধরা কিংস শেষ ম্যাচ খেলবে মুন্সিগঞ্জে শেখ জামালের বিপক্ষে এবং আবাহনী শেষ ম্যাচ খেলবে গোপালগঞ্জে উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে। অবশ্য বসুন্ধরা কিংস তাদের ঘরের মাঠেই ট্রফি গ্রহণ করে উদযাপন করার সুযোগ পেতে পারে। কারণ, শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব বাফুফেকে চিঠি দিয়েছে ওই ম্যাচটি যেন বসুন্ধরা কিংস এরেনায় আয়োজন করা হয়। এই চিঠির বিষয়ে বাফুফে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।

শনিবার বাফুফেকে দেওয়া চিঠিতে বসুন্ধরা কিংস এক ম্যাচ আগে ট্রফি প্রদানের অনুরোধের পাশাপাশি হুমকিও দিয়েছিল এই বলে যে, ২৫ জুলাই আবাহনীর বিপক্ষে ম্যাচের পর ট্রফি না দিলে পরে তারা সেই পুরস্কার গ্রহণ করবে না।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।