পিএসজির কোচ হতে চান না জিদান, তবে...

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ২০ জুন ২০২২

রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে দেয়ার পর থেকে এখনও পর্যন্ত আর কোনো দলের সঙ্গে নিজের নাম জড়াননি ফ্রান্সের বিশ্বকাজয়ী ফুটবলার জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ই তিনি কেমন কোচ, সেটা প্রমাণ করে দেয়। তবুও এমন একজন কোচের কোনো দলের সঙ্গে এখনও পর্যন্ত সম্পৃক্ত না হওয়াটা বিস্ময়কর।

সম্প্রতি টেলেফুটের সঙ্গে এক সাক্ষাৎকারে জিদান জানিয়েছেন, তিনি কোচিংয়ে ফিরতে চান। তবে, সেটা এখনই নয়। এমনকি কবে কোচিংয়ে ফিরবেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কোচিংয়ে তিনি ফিরবেনই। কারণ, এ জায়গাটায় তার মায়া জন্মে গেছে এবং এ নিয়ে তার এক ধরনের স্বপ্নও কাজ করছে।

ফ্রান্সের ক্লাব পিএসজি কিংবা ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার সুযোগ রয়েছে জিদানের সামনে। অনেক আগে থেকেই বলাবলি হচ্ছিল, আর্জেন্টাইন কোচ মওরিসিও পোচেত্তিনোর পরই পিএসজির কোচ হবেন জিদান। কিংবা ফ্রান্স জাতীয় দলে বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের পর কোচের দায়িত্ব নিতে পারেন তিনি।

তবে ফ্রান্সের এল ইকুইপে এবং আরসিএম স্পোর্টসের মত পত্রিকাগুলোর দাবি, পিএসজির কোচ হওয়ার প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছেন জিদান।

টেলেফুটের সঙ্গে সাক্ষাৎকারে কোচিংয়ে ফেরা নিয়ে জিদান বলেন, ‘একজন কোচ হিসেবে কী এখনও আমার কিছু ভুমিকা রাখার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। হয়তো বেশি কিংবা কম। আমি আসলে চাই কোচিং চালিয়ে যেতে। কারণ, এই পেশাটার প্রতি আমার মায়া জন্মে গেছে এবং এখানে কিছু স্বপ্নও আছে।’

রিয়াল মাদ্রিদের মত একটি ক্লাবকে ম্যানেজ করা কোচদের কাছে যেমন স্বপ্ন, তেমনি দুঃস্বপ্নও। তো এমন একটি দলকে ম্যানেজ করে কিভাবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করলেন?

এমন প্রশ্নের জবাবে জিদান বলে দেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। একই সঙ্গে আমার কাছে দুর্দান্ত সব খেলোয়াড়রা ছিল এবং একটি দল ছিল, যারা আমাকে সব সময় অনুসরণ করতো। অনেক কিছুর জন্য আমার দায় ছিল। তবে, সবচেয়ে বড় কথা, আমি একটা অসাধারণ দল পেয়েছিলাম। একা একা তো কিছুই করা সম্ভব নয়। আমার চারপাশে যারা ছিল, তারা কাজগুলোকে সহজ করে দিয়েছিল। এমনটা না হলে কোনোভাবেই কিছু করতে পারতাম না।’

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।