এবার জিদানকে পিএসজিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ জুন ২০২২

প্যারিস সেইন্ট জার্মেইয়ের সঙ্গে কাইলিয়ান এমবাপের তিন বছরের নতুন চুক্তিতে বড় ভূমিকা রেখেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। এবার তিনি চাইছেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানও যেন পিএসজিতে যোগ দেন।

গত মৌসুমের শেষ দিক থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে, হেড কোচ মাউরিসিও পচেত্তিনোকে বিদায় করে দেবে পিএসজি। তবে নতুন কোচ কে হবে তা এখনও নিশ্চিত হয়নি। মাঝে শোনা গিয়েছে জোসে মরিনহোর নাম। এবার জিদানের কথা বললেন ম্যাক্রোঁ।

এমবাপের সঙ্গে কথা বলে তাকে পিএসজিতে রাখার ব্যাপারে রাজি করাতে পারলেও, এখনও জিদানের সঙ্গে পিএসজির কোচ হওয়ার বিষয়ে কোনো কথা হয়নি ম্যাক্রোঁর। তবে জিদানের গুণমুগ্ধ ফ্রান্স প্রেসিডেন্ট চান, এ কিংবদন্তি ফুটবলারই যেন পিএসজির দায়িত্ব নেন।

আরএমসি স্পোর্টে ম্যাক্রোঁ বলেছেন, ‘এমবাপের সঙ্গে আমার কথা হয়েছিল ঠিক। তবে সে নিজের সিদ্ধান্ত স্বতন্ত্রভাবেই নিয়েছে। সে এটি করে দেখিয়েছে। সে খুবই পরিপক্ব এবং নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগী। দায়িত্ববোধের সঙ্গে নিষ্ঠার পরিচয় দিয়েছে এমবাপে।’

তিনি আরও যোগ করেন, ‘জিনেদিন জিদানের সঙ্গে আমার এখনও কথা হয়নি। তবে আমি তার বড় ভক্ত। খেলোয়াড় এবং কোচ- দুটোরই গুণমুগ্ধ। ফ্রান্সে আমরা তার উপস্থিতি চাই। জিদানের মতো প্রতিভাবান ক্রীড়াবিদ ও কোচের আমাদের খুব প্রয়োজন।’

সরাসরি পিএসজির নাম উল্লেখ না করে ম্যাক্রো বলেন, ‘আমি আশা করি ফ্রান্সের জন্য সে ফিরে আসবে এবং এখানের বড় ক্লাবকে প্রশিক্ষণ করাবে। এটি দারুণ হবে। আমার দায়িত্ব এটি জানানো যে, খেলাধুলা ও ফুটবলের জন্য ফ্রান্স দারুণ দেশ। আমরা এই খেলাকে ভালোবাসি। তাই আমাদের জন্য সেরাদের এখানে থাকা জরুরি।’

কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ সব সাফল্য পেয়েছেন জিদান। ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত এবং পরে ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি। তার অধীনে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুইটি লা লিগা ও দুইটি ক্লাব বিশ্বকাপ জিতেছে রিয়াল।

এসএএস/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।