মোহামেডানের কোচ হওয়া জাতীয় দলের সমান: মানিক

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ০৪ জুন ২০২২

দীর্ঘ ১১ বছর পর আবার মোহামেডানের প্রধান কোচ হয়ে সাদা-কালো শিবিরে ফিরে এসেছেন সফিকুল ইসলাম মানিক। পদত্যাগ করা অস্ট্রেলিয়ান কোচ শন লেনের চেয়ারে বসলেন জাতীয় দলের এই সাবেক কোচ।

মোহামেডানের প্রিমিয়ার লিগের ম্যাচ বাকি ৭টি। ১৫ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে দলটি। এখান থেকে দায়িত্ব নিয়ে কী করবেন নতুন কোচ সফিকুল ইসলাম মানিক?

‘আসলে মোহামেডান আমার ক্লাব। আপদকালীন আমাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছেন ফুটবল কমিটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর ভাই। আমি মনের টানেই প্রস্তাবে রাজি হয়েছি। আমি মোহামেডান পরিবারের একজন। আপদকালে ক্লাবের প্রতি আমারও তো দায়িত্ব আছে’-বলছিলেন সফিকুল ইসলাম মানিক।

এ অবস্থা থেকে মোহামেডানকে লিগ শেষে কোথায় দেখতে চান? মানিক বলেন, ‘আসলে ক্লাব কর্তৃপক্ষের ইচ্ছা বাকি ম্যাচগুলোয় দল ভালো খেলুক। এজন্য এমন একজনকে তারা দায়িত্ব দিতে চেয়েছেন, যার মাধ্যমে ক্লাব সম্মানজনক অবস্থানে থেকে লিগটা শেষ করতে পারে। অনেকেই আমাকে বলছেন-এমন সময় কেন দায়িত্ব নিলাম। আমি ওইসব ভাবিনি। কারণ মোহামেডান ও আবাহনীর মতো দলের কোচ হওয়া জাতীয় দলের কোচ হওয়ার সমান। তাই আমি আগেপিছে না ভেবে দায়িত্ব নিয়েছি।’

মানিক প্রথম মোহামেডানের কোচের দায়িত্ব নিয়েছিলেন ২০০৫ সালে। ছিলেন ২০০৮ সালের মার্চ পর্যন্ত। দ্বিতীয়বার দায়িত্ব পান ২০১০-২০১১ মৌসুমে। সেবার মানিকের কোচিংয়ে মোহামেডান সুপার কাপে রানার্সআপ হয়েছিল। এ নিয়ে তৃতীয়বার গুণী এই কোচের ওপর আস্থা রাখলো ঐতিহ্যবাহী ক্লাবটি।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।