মার্টিনেজের গোলে এগিয়ে গেলো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:২৪ এএম, ০২ জুন ২০২২
লাউতারো মার্টিনেজ

ম্যাচের বয়স আধঘণ্টা হওয়ার আগেই লিড নিলো আর্জেন্টিনা। ইতালির বিপক্ষে ফাইনালিসিমায় ২৮ মিনিটেই দলকে এগিয়ে দিলেন তরুণ ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

বাম পাশ থেকে অধিনায়ক লিওনেল মেসির এগিয়ে দেওয়া বলে পা লাগিয়ে জালের ঠিকানা খুঁজে নিয়েছেন মার্টিনেজ। আর্জেন্টিনার জার্সিতে এটি তার ২০তম গোল। মেসি-মার্টিনেজের এই রসায়নে ফাইনালিসিমায় এখন এগিয়ে আলবিসেলেস্তেরা।

লন্ডনের ওয়েম্বেলিতে ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের এ লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য ছিল আর্জেন্টিনার। ম্যাচের প্রথম দশ মিনিট বারবার ইতালির রক্ষণে হানা দেন লিওনেল মেসি, অ্যাঞ্জেলো ডি মারিয়ারা।

নিজেদের গুছিয়ে নিয়ে ইতালিও আক্রমণে ওঠে ২০ মিনিটের মাথায়। ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরো ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কল্যাণে সে দফায় বিপদ ঘটেনি আর্জেন্টিনার, ভালো সুযোগ তৈরি করেও জালের ঠিকানা খুঁজে নিতে পারেনি ইতালি।

অবশেষে ২৮ মিনিটের সময় আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। দারুণ এক টার্ন নিয়ে কাছে ঘেঁষে থাকা ডিফেন্ডার ডি লরেঞ্জোকে পরাস্ত করেন মেসি। বাম পাশ দিয়ে দ্রুততার সঙ্গে সামনে এগিয়ে বল বাড়িয়ে দেন ডি-বক্সে অপেক্ষায় থাকা লাউতারো মার্টিনেজের কাছে।

ঠিক গোলমুখে ওৎ পেতে থাকা মার্টিনেজকে বেশি কিছু করতে হয়নি। শুধু ঠিকঠাক পা লাগিয়ে গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুম্মাকে পরাস্ত করেন মার্টিনেজ। সঙ্গে সঙ্গে উল্লাসে মাতে পুরো আর্জেন্টাইন শিবির।

আর্জেন্টিনার শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

ইতালির শুরুর একাদশ: জিয়ানলুইজি ডনারুম্মা, জিওভান্নি ডি লরেঞ্জো, জর্জিও কিয়েল্লিনি, লেওনার্দো বনুচ্চি, এমারসন পালমেইরি, মাত্তেও পেসিমা, জর্জিনহো, নিকোলো বারেল্লা, ফেডেরিক বার্নার্দেস্কি, আন্দ্রে বেলোত্তি, জিয়াকোমো রাসপাদোরি।

এসএএস/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।