সালাহর মুখে লেজার মারায় শাস্তি পেলো সেনেগাল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০২ মে ২০২২

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মোহামেদ সালাহর মুখে ক্রমাগত লেজার মেরে যাওয়ার কারণে ফিফার শাস্তির মুখোমুখি হয়েছে সেনেগাল। মার্চের শেষ দিকে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সাদিও মানের সেনেগাল ও সালাহর মিসর।

দুই লেগের প্রথম ম্যাচে মিসর জেতে ১-০ ব্যবধানে, দ্বিতীয়টিতে সেনেগালও জেতে একই ব্যবধানে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেই টাইব্রেকারে গোল করতে পারেননি সালাহ। পুরো ম্যাচের পাশাপাশি টাইব্রেকারেও বারবার সালাহর মুখে লেজার রশ্মি মারতে থাকে সেনেগালের সমর্থকরা।

যে কারণে তখন দাবি ওঠে দ্বিতীয় লেগের ম্যাচটি পুনরায় খেলানোর জন্য। সেই পথে হাঁটেনি ফিফা। তবে একেবারে শাস্তিহীনভাবেই ছেড়ে দেওয়া হয়নি সেনেগালকে। নিজ দেশের দর্শকদের নিয়ন্ত্রণ করতে না পারায় পৌনে ২ লাখ সুইস ফ্রা জরিমানাক করা হয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশনকে।

শুধু সেনেগালই নয়, জরিমানা করা হয়েছে নাইজেরিয়া, কঙ্গো এবং লেবাননকে। নাইজেরিয়াকে জরিমানা করা হয়েছে দেড় লাখ সুইস ফ্রা, কঙ্গো সোয়া ১ লাখ ও লেবানন গুনছে ১ লাখ সুইস ফ্রা জরিমানা। এর বাইরে চিলিকে ৯৫ হাজার ও কলম্বিয়াকে করা হয়েছে ৫৫ হাজার সুইস ফ্রা জরিমানা।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।