রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ৩০ এপ্রিল ২০২২

দ্বিতীয়বারের মতো সম্মানজনক ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লিভারপুলের মিশরিয়ান তারকা খেলোয়াড় মোহামেদ সালাহ। শুক্রবার ঘোষণা করা হয়েছে এ পুরস্কার।

ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ডেকলাস রিসকে পেছনে ফেলে এ পুরস্কার জিতেছেন সালাহ। তিনি একাই পেয়েছেন ৪৮ শতাংশ ভোট।

দুইবার এ পুরস্কার জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন সালাহ। এর আগে ২০১৮ সালেও ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি।

নারী ফুটবলে এই পুরস্কার উঠেছে চেলসির স্ট্রাইকার স্যাম কারের হাতে। এ ২৮ বছর বয়সী তারকা পেয়েছেন ৪০ শতাংশ ভোট। তিনি পেছনে ফেলেছেন আর্সেনালের ভিভিয়ান মিয়েদেমা ও ম্যানচেস্টার সিটির লরেন হেম্প।

এ পুরস্কার পাওয়া দুজনই নিজ নিজ লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন। এরই মধ্যে ২২ গোল করে ফেলেছেন সালাহ, স্যাম কার দিয়েছেন ১৮টি গোল।

আগামী ৫ মে সালাহ ও স্যাম কারের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।