বারিধারার জালে আবাহনীর গোলবন্যা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:১০ পিএম, ০৭ এপ্রিল ২০২২

পয়েন্ট টেবিলে আবাহনী ও উত্তর বারিধারার যে পার্থক্য দুই দলের মাঠের লড়াইটা হলো তেমনই। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে শিরোপা প্রত্যাশি দলটি উত্তর বারিধারার জালে দিয়েছে ৫ গোল। উত্তর বারিধারা অবশ্য দুটি গোল ফেরত দিয়ে হারের ব্যবধান কমিয়েছে (৫-২)। তারপরও একপেশে একটি ম্যাচই দেখেছে সিলেটের দর্শক।

প্রথম মিনিটে গোল করে আবাহনীকে এগিয়ে দেন তাদের বিশ্বকাপ খেলা ফরোয়ার্ড কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস। উত্তর বারিধারা কিছু বুঝে উঠতে না উঠতেই হজম করে দ্বিতীয় গোল- নাবিব নেওয়াজ জীবনের গোলে আবাহনী ব্যবধান দ্বিগুণ করে চতুর্থ মিনিটে।

ম্যাচে ফিরবো- এমন একটি ইঙ্গিত উত্তর বারিধারা দিয়েছিল ১৫ মিনিটে গোল করে। কিন্তু গোলটি করে বারিধারা যেন মৌচাকে ঢিল মেরেছিল। ২-১ থেকে আবাহনী স্কোর করে ফেলে ৫-১। কলিন্দ্রেস দ্বিতীয় গোল করেছেন ৩৫ মিনিটে। তার আগে ব্যবধান ৩-১ করেছিলেন আবু সাঈদ ৩৪ মিনিটে।

ব্রাজিলিয়ান রাফায়েল ৬২ মিনিটে গোল করলে আবাহনী এগিয়ে যায় ৫-১ গোলে। ৬৮ মিনিটে উত্তর বারিধারার আরিফ গোল করলে ব্যবধান কমে ৫-২ হয়। শেষটা আরো খারাপ হয়েছে বারিধারার। বড় ব্যবধানে হারার ম্যাচের শেষ মিনিটে তাদের আজদ সরাসরি লালকার্ড পেয়ে মাঠ থেকে বের হলে দশ জনের দলে পরিণত হয় তারা।

পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে দাঁড়িয়ে এই ম্যাচটি শুরু করেছিল আবাহনী। জয়ী হয়ে তারা উঠে গেছে দুইয়ে। যদিও শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়নরা।উত্তর বারিধারা ৮ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ৯ নম্বরে।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।