নিচের দিকেই নামছে মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ০৪ এপ্রিল ২০২২

ফুটবল মাঠে মোহামেডানের অবস্থার পরিবর্তন নেই। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জিতেছে, ড্র করেছে তিনটি, হেরে গেছে একটি।

হার আর ড্রয়ে ক্লাবটি পয়েন্ট টেবিলে নিচের দিকেই নামছে। সোমবার বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করে ১২ দলের মধ্যে এখন ৭ নম্বরে সাদা-কালোরা।

হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের সঙ্গে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেছে শন লিনের দল। এই ড্রয়ে অবশ্য পুলিশের অবস্থানের পরিবর্তন হয়নি। ১৬ পয়েন্ট নিয়ে আগের মতো পঞ্চম স্থানেই আছে তারা।

এখনও প্রিমিয়ার লিগের শিরোপা জিততে না পারা মোহামেডান এবারও যে ভালো কিছু করতে পারছে না সেটা তাদের মাঠের পারফরম্যান্সই বলে দিচ্ছে।

ক্লাবের পরিচালনা পর্ষদে পরিবর্তন আসলেও মাঠে মোহামেডানের অবস্থা আগের মতোই। লিগ শেষে মোহামেডানকে পয়েন্ট টেবিলের কোন জায়গায় দেখা যাবে সেটারই অপেক্ষা।

আরআই/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।