ক্যাবরেরার সহকারী সাবেক ফুটবলার হাসান আল মামুন
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হাসান আল মামুন নতুন দায়িত্ব পেয়েছেন। আগামী ২৪ ও ২৯ মার্চ মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে হাসান আল মামুনকে স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরার সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফের ন্যাশনাল টিমস কমিটি। হাসান আল মামুনের সঙ্গে মাসুদ কায়সারও থাকবেন জাতীয় দলের সহকারী কোচ হিসেবে।
জাতীয় দলের ম্যানেজার হিসেবে ফিরিয়ে আনা হয়েছে সাবেক ফুটবলার ইকবাল হোসেনকে। গত বছর মার্চে নেপাল সফরে ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন তিনি।
হাসান আল মামুন গত মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্বে ছিলেন। এর আগে চট্টগ্রাম আবাহনীর কোচিং প্যানেলেও ছিলেন তিনি।
আগামী ১৯ থেকে ২১ মার্চ বসুন্ধরা কিংস এরেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে দেশ ছাড়বে জামাল ভুঁইয়ারা। ২৪ তারিখে ম্যাচ খেলে ২৫ মার্চ দেশে ফিরে ২৬ তারিখে সিলেট যাবে কাবরেরার শিষ্যরা। ২৯ মার্চ মঙ্গোলিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ।
আরআই/আইএইচএস/