রহমতগঞ্জের প্রথম পুলিশের দ্বিতীয় জয়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ০২ মার্চ ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে উত্তর বারিধারা ক্লাবকে এবং রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ পুলিশ ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে।

রাজশাহীতে পুলিশের একমাত্র গোল করেছেন মরক্কোর আদিল কুসকুস ৪৪ মিনিটে। এই জয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শেখ রাসেলকে টপকে টেবিলের ৭ নম্বরে উঠেছে পুলিশ।

সিলেটে হোমভেন্যুতে রহমতগঞ্জ সহজেই ৩ পয়েন্ট তুলে নিয়েছে। প্রথমার্ধে রহমতগঞ্জ ২-১ গোলে এগিয়েছিল। ৩২ মিনিটে ঘানার আদজাহ’র গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। ৪১ মিনিটে ম্যাচে সমতা আনেন উত্তর বারিধারার উজবেকিস্তানের মিফিল্ডার কোচনেভ।

বিরতির এক মিনিট আগে আদজাহ দ্বিতীয় গোল করলে আবার এগিয়ে যায় রহমতগঞ্জ। ৭৩ মিনিটে ব্যবধান ৩-১ করেন রহমতগঞ্জের এনামুল ইসলাম।

প্রথম জয়ে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রহমতগঞ্জ। সমান ম্যাচে উত্তর বারিধারা ১০ নম্বরে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।