‘রেফারি বিদ্রোহ’ ছাপিয়ে বড় জয় জামাল ভূঁইয়াদের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০১ মার্চ ২০২২

জামাল ভূঁইয়ার একটা মন্তব্যকে কেন্দ্র করে রেফারিদের মধ্যে ক্ষোভ। দুঃখ প্রকাশ না করলে ম্যাচ বর্জনের ঘোষণা। রাজশাহী স্টেডিয়ামে সিনিয়র রেফারিদের কেউ বাঁশি ও পতাকা হাতে নেননি। বাফুফেকে খুঁজতে হয়েছিল বিকল্প পথ।

জুনিয়র রেফারিদের পরিচালনা করা হয় ম্যাচ। আলোচিত সেই ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্বাধীনতা ক্রীড়া সংঘকে। মঙ্গলবার ক্রুসিয়ানির দলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ওগবাহ।

৬ গোলের ম্যাচে ১৫ মিনিটে রুয়ান্ডার এমেরি বাইসেংঘের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। ৩৫ মিনিটে এমেকা ব্যবধান দ্বিগুণ করলে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যান জামাল ভূঁইয়ারা।

দ্বিতীয়ার্ধে নেমেই আবার গোল সাইফের। এবার উজবেকিস্তানের আসরর গফুরভ গোল করে ক্রুসিয়ানির দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন।

৩ মিনিট পর উজবেকিস্তানের নদির মাভলনভের গোলে ব্যবধান ১-৩ করে স্বাধীনতা ক্রীড়া সংঘ। ৭০ ও ৭৯ মিনিটে আরো দুটি গোল করে এমেকা নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলের জয়ের ব্যবধানও বড় করেন।

এ জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং ক্লাব। উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা ক্রীড়া সংঘ সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।