জামালদের হারিয়ে চারে মোহামেডান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

মহা পাগল সংগঠনের একদল সদস্য ঢাকা থেকে মুন্সিগঞ্জ গিয়েছিলেন তাদের প্রিয় দল মোহামেডানের খেলা দেখতে। মোহামেডান তাদের হতাশ করেনি, বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের চতুর্থ ম্যাচটি সহজেই জিতেছে মুন্সিগঞ্জের মাঠে। প্রতিপক্ষ ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কাগজ-কলমে যে দলটি মোহামেডানের চেয়ে শক্তিতে এগিয়ে। জামাল ভূঁইয়াদের হারানো মোহামেডানের সমর্থকদের জন্য বাড়তি আনন্দই।

মোহামেডান যে চারটি ম্যাচ খেলেছে তার প্রতি ম্যাচেই গোল আছে মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতের। মোহামেডান সমর্থকরা দিয়াবাতেকে নিয়ে বাড়তি গর্ব করতেই পারে। এবার এই মালির ফরোয়ার্ডের বাহুতে লেগেছে অধিনায়কের ব্যান্ড। দলপতির মতোই দিয়াবাতে নেতৃত্ব দিচ্ছেন মাঠে।

শুক্রবার মুন্সিগঞ্জে মোহামেডানকে ৩৪ মিনিটে এগিয়ে দিয়েছিলেন সোলেমান দিয়াবাতে। অবি মনেকের কাছ থেকে বলের যোগান পেয়ে লক্ষ্যভেদ করে মোহামেডান অধিনায়ক। ৪৯ মিনিটে শাহরিয়ার ইমন ব্যবধান দ্বিগুন করেন। ব্যবধান আরো বড় হতে পারতো ইমনের একটি শট ক্রসবারে লেগে ফিরে না আসলে।

চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে মোহামেডান। তাদের সামনে শেখ জামাল, বসুন্ধরা কিংস ও আবাহনী। অন্যদিকে সাইফ স্পোর্টিং ক্লাবের এটি টানা দ্বিতীয় হার। আগের ম্যাচে বিতর্কিত পেনাল্টি গোলে রাসেলের কাছে হেরে যাওয়া দলটি ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে।

আরআই/আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।