মাত্র ৩ দেশ নিয়ে সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

মাত্র তিনটি দেশকে নিয়ে অনুষ্ঠিত হবে সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশ ছাড়া বাকি দুই অংশগ্রহণকারী দেশ হলো ভারত এবং নেপাল। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। আগামী ১৫ থেকে ২৫ মার্চ ভারতের জামসেদপুরে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

প্রতিযোগীর সংখ্যা তিনটি হওয়ায়, প্রতিটি দল দুইবার করে পরস্পরের মোকাবিলা করবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দলটি হবে চ্যাম্পিয়ন।

মাত্র ৩টি দেশ খেলার কারণ, ভুটান ও শ্রীলংকা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জাগো নিউজকে বলেছেন, ‘মালদ্বীপ টুর্নামেন্টে এন্ট্রি করেনি। ভুটান ও শ্রীলংকা এন্ট্রি করলেও তারা নাম প্রত্যাহার করে নিয়েছে। শ্রীলংকা করোনার কারণে নাম প্রত্যাহার করেছে। আর ভুটানে ওই সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা থাকবে। এর আগে লকডাউনের কারণে তাদের পরীক্ষা হতে পারেনি। যে কারণে তারাও নাম প্রত্যাহার করেছে।'

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ মার্চ। ১৫ মার্চ উদ্বোধনী ম্যাচ খেলবে ভারত ও নেপাল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে ১৯ মার্চ। ২৩ মার্চ নেপালের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। শেষ ম্যাচ ভারতের বিপক্ষে ২৫ মার্চ।

গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

আরআই/আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।