দুই ড্রয়ের পর জয় শেখ রাসেলের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের এবারের যাত্রাটা ভাল ছিল না। মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ড্র করে প্রথম দুই ম্যাচেই খুইয়ে বসে ৪ পয়েন্ট। দুই ড্রয়ের পর ব্লুজরা জয়ে ফিরেছে। রোববার মুন্সিগঞ্জে শেখ রাসেল ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে।

ম্যাচের একমাত্র গোলটি করেছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের কিরগিজস্তানের ডিফেন্ডার আইজর আকমাতভ পেনাল্টি থেকে। ৩৯ মিনিটে করা গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল রাসেল। তবে দ্বিতীয়ার্ধে তারা গোল আর বাড়াতে পারেনি রাসেল।

আর্জেন্টিনাইন কোচ ক্রুসিয়ানির অধীনে প্রথম দুই ম্যাচ জিতলেও তৃতীয় ম্যাচে এসে হেরে গেলো রাসেলের কাছে। ৩ ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ৬।

হেরে ৩ ম্যাচে ৫ পয়েন্ট শেখ রাসেল ক্রীড়া চক্রের। ব্লুজদের অবস্থান পয়েন্ট টেবিলের পাঁচে। হারলেও আগে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে সাইফ স্পোর্টিং ক্লাব।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।