সাফের নতুন বছরের টুর্নামেন্ট সূচি চূড়ান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ০৭ জানুয়ারি ২০২২

চলতি বছরে কোন কোন টুর্নামেন্ট আয়োজন করবে তা চূড়ান্ত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। শুক্রবার সাফের বিশেষ সাধারণ সভায় দক্ষিণ এশিয়ার ফুটবল সংগঠনটি তাদের সূচি ঠিকঠাক করেছে।

ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

বিদায়ী বছরে সাফের শেষ আয়োজন ছিল সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের মেয়েরা ১-০ গোলে হারিয়েছে ভারতকে।

নতুন বছরে সাফের প্রথম আয়োজন হবে মেয়েদের এই টুর্নামেন্টটি। তবে সেটা অনূর্ধ্ব-১৯ নয়, আগের মতো অনূর্ধ্ব-১৮ বয়সের।

ভারতের জামসেদপুরে ১৫ থেকে ২৬ মার্চ হবে মেয়েদের এই টুর্নামেন্ট। দ্বিতীয় টুর্নামেন্ট সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ২৫ জুলাই থেকে ৫ আগস্ট ভারতের ভুবেনেশ্বরে হবে এই প্রতিযোগিতা।

আগামী ৫ থেকে ১৬ আগস্ট শ্রীলংকায় হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। ১২ থেকে ২৪ আগস্ট নেপালে হবে সাফ নারী চ্যাম্পিয়নশিপ।

এ বছরই বাংলাদেশে হবে সাফ নারী অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ। এখনও তারিখ ঠিক না হলেও আগস্টে আয়োজন করার সম্ভাবনার কথা জানিয়েছেন সাফ এর সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।

আরআই/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।