শনিবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ ডিসেম্বর ২০২১

স্বধীনতা কাপ ফুটবল শেষ হওয়ার পর ৬ দিন বিরতি দিয়ে আগামী শনিবার মাঠে গড়াচ্ছে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপ। সাধারণত ফেডারেশন কাপ দিয়ে মৌসুম শুরু হলেও স্বাধীনাতর সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাফুফে এবার মৌসুম শুরু করেছে স্বাধীনতা কাপ দিয়ে।

স্বাধীনতা কাপে তিনটি আমন্ত্রিত দল অংশ নিলেও ফেডারেশন কাপে খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২ দল নিয়ে।

বসুন্ধরা কিংস, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, রহমতগঞ্জ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, উত্তর বারিধারা ক্লাব ও স্বাধীনতা ক্রীড়া সংঘ- এই দলগুলো চার গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ফেডারেশন কাপে।

টুর্নামেন্ট শুরুর আগে হবে দলগুলোর গ্রুপিং। বৃহস্পতিবার বাফুফে ভবনে ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হবে। স্বাধীনতা কাপের মতো ফেডারেশনে কাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে।

আরআই/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।