স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১

মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার দুপুরে মতিঝিলস্থ বাফুফে ভবনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন থাকবেন সংবর্ধনা অনুষ্ঠানে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের একটি ফুটবল দল মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের লক্ষ্যে ভারতের বিভিন্ন স্থানে প্রদর্শনী ফুটবল খেলায় অংশ নিয়েছিল। এই দলটি স্বাধীন বাংলা ফুটবল দল নামে পরিচিত ছিল।

পৃথিবীর ইতিহাসে যুদ্ধকালীন প্রথম ফুটবল দল জনমত গঠন ছিল নজিরবিহীন ঘটনা।

আরআই/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।