মেসির হাতে সপ্তম, সেরা দশে কারা?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ৩০ নভেম্বর ২০২১

সোমবার রাতে মীমাংসা হয়ে গেলো ২০২১ সালের ব্যালন ডি অর পুরস্কারের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসির হাতে উঠেছে রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি অর। ভক্ত-সমর্থকদের মতে, ব্যালনের সপ্তম স্বর্গে উঠে গেছেন আর্জেন্টাইন জাদুকর।

এবারের ব্যালন ডি অর পুরস্কারে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পোল্যান্ড ও বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। জার্মান ক্লাব বায়ার্ন ও লিগ বুন্দেসলিগা ধরেই নিয়েছিল, প্রথমবারের মতো ব্যালন ডি অর জিতবেন লেওয়ানডস্কি। কিন্তু তা হয়নি।

মেসির ঠিক পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন পোলিশ তারকা। তিন নম্বরে ছিলেন ইতালি ও চেলসির তারকা মিডফিল্ডার জর্জিনহো। ২০১০ সালের পর প্রথমবারের মতো ব্যালন ডি অর র‍্যাংকিংয়ে সেরা পাঁচের বাইরে চলে গেছেন মেসির চির প্রতিদ্বন্দ্বী ও সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

ব্যালন ডি অর র‍্যাংকিং (সেরা দশ)

১/ লিওনেল মেসি (আর্জেন্টিনা/বার্সেলোনা/প্যারিস সেইন্ট জার্মেই)
২/ রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড/বায়ার্ন মিউনিখ)
৩/ জর্জিনহো (ইতালি/চেলসি)
৪/ করিম বেনজেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
৫/ এনগলো কান্তে (ফ্রান্স/চেলসি)
৬/ ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল/জুভেন্টাস/ম্যানচেস্টার ইউনাইটেড)
৭/ মোহামেদ সালাহ (মিশন/লিভারপুল)
৮/ কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যানচেস্টার সিটি)
৯/ কাইলিয়ান এমবাপে (ফ্রান্স/প্যারিস সেইন্ট জার্মেই)
১০/ জিয়ানলুইজি ডনারুম্মা (ইতালি/এসি মিলান/প্যারিস সেইন্ট জার্মেই)

এছাড়া তারকা খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ১৬তম, উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ ১৭তম, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন ২৩তম এবং ২০১৮ সালের ব্যালন ডি অর জয়ী ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচ হয়েছেন যৌথভাবে ২৯তম।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।