প্রস্তাব পেয়েও নেইমারদের দায়িত্ব নেননি জাভি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ এএম, ০৯ নভেম্বর ২০২১

ব্রাজিলে একটা রেওয়াজ আছে। জাতীয় দলের জন্য দেশের বাইরে থেকে কখনো কোচ নিয়োগ দেয় না ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে আরেকটু হলেই বদলে যেত ইতিহাস। যদি স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি সিবিএফের দেয়া প্রস্তাবে সম্মতি জানাতেন।

গতকাল বার্সেলোনার প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাব দায়িত্ব বুঝে নেন জাভি। চুক্তি সাক্ষরের পর পরিচয়পর্ব সারার দিন জাভি জানান, নেইমারদের কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে বার্সাকে মনেপ্রাণে ভালোবাসেন বলেই আর সে পথ মাড়াননি।

জাভির কাছে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রস্তাব ছিল অনেকটা এরকম, প্রথমে দলটির বর্তমান কোচ তিতের অধীনে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। এসময় দলের খুঁটিনাটি পুরোটা জেনে কাতার বিশ্বকাপ শেষে নেইমারদের প্রধান কোচের দায়িত্ব বুঝে নেবেন।

জাভি গতকাল সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়েছেন। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার বলেন, ‘এটা সত্যি, ব্রাজিলের সঙ্গে আমার কথা হয়েছে। পরিকল্পনা ছিল তিতেকে প্রথমে সাহায্য করবো, আর বিশ্বকাপ শেষে নিজে দলের দায়িত্ব বুঝে নেবো।’

ফুটবল ইতিহাসের সেরা দলকে কোচিং করানোর প্রস্তাব পেয়েও কেন সুযোগ নিলেন না জাভি? উত্তরটা শুনুন তার মুখেই, ‘আমার স্বপ্ন ছিল বার্সেলোনায় আসা। আমার মনে হচ্ছিল, আমি এখন প্রস্তুত, খুব আত্মবিশ্বাসী। মন বলছিল, বার্সায় আসায় এটাই আমার সেরা সময়।’

কাতালুনিয়ায় জন্ম নেয়া জাভির বেড়ে ওঠা, প্রতিষ্ঠিত হওয়া সবই বার্সেলোনার জার্সি গায়ে। লা মাসিয়া থেকে উঠে এসে বার্সার মূল দলের হয়ে ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটান জাভি। এরপর নাম লেখান কাতারি ক্লাব আল সাদে। বুটজোড়া তুলে রাখার পর সেই ক্লাবের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেন জাভি।

এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।