ফুটবলার আজমত আলীর চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ০৪ নভেম্বর ২০২১

কোনো ক্রীড়াবিদ কিংবা ক্রীড়া সংগঠক অসুস্থ্ হলে এবং তা নজরে আসলে সহায়তার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মৃত্যুতে তার পরিবারের পাশেও দাঁড়ান বঙ্গবন্ধু কন্যা।

সহায়তার সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা প্রদান করেছেন অসুস্থ সাবেক কৃতী ফুটবলার আজমত আলীকে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়কের জন্য প্রধানমন্ত্রীর দেয়া সহায়তার ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

দুপুরে সচিবালয়ে আজমত আলীর কাছে প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সাবেক দুই ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আবদুল গাফফার ও আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি আসাদুজ্জামান বাদশা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকার চেক গ্রহণ করে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক ফুটবলার আজমত। এ সহায়তা পাওয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আজমত আলী এক সময় ঢাকার মাঠ মাতিয়েছেন। জাতীয় দল ছাড়াও তিনি ক্লাব ফুটবলে খেলেছেন ওয়ান্ডারার্স, মোহামেডান, ব্রাদার্সের জার্সিতে। ১৯৮১ থেকে ’৮৮ পর্যন্ত জাতীয় ফুটবল দলে খেলেছেন।

আরআই/এসএএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।