চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন মেসি
প্যারিস সেইন্ট জার্মেইয়ে নাম লিখিয়ে তিন ম্যাচ খেলেই ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। হাঁটুর চোটের কারণে খেলতে পারেননি লিগ ওয়ানের দুইটি ম্যাচ। তবে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা তারকা।
গত সোমবার অলিম্পিক লিয়নের বিপক্ষে ম্যাচে ৭৬ মিনিটের সময় তুলে নেয়া হয়েছিলো মেসিকে। ম্যাচ শেষে কোচ মাউরিসিও পচেত্তিনো জানিয়েছিলেন ইনজুরি শঙ্কার কথা। সেই হাঁটুর চোটের কারণে মেস ও মপলিয়ের বিপক্ষে মেসিকে পায়নি পিএসজি।
তবে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ফিরেছেন মেসি। রোববার দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে স্বাভাবিকভাবেই অনুশীলন করেছেন এ আর্জেন্টাইন জাদুকর। চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।
অবশ্য তাকে ম্যান সিটির বিপক্ষে মাঠে নামানো হবে কি না, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পিএসজি। আজকের (সোমবার) অনুশীলনের পর সিটিজেনদের বিপক্ষে ম্যাচের স্কোয়াড সাজাবেন পচেত্তিনো। তখনই জানা যাবে মেসির মাঠে ফেরার দিনক্ষণ।
মঙ্গলবার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় নিজেদের ঘরের মাঠে ম্যান সিটির মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচে মেসিকে দলে রাখা হলে নিজের পুরোনো গুরু পেপ গার্দিওলার মুখোমুখি হয়ে যাবেন তিনি। তবে এখনও এটি পুরোপুরি নিশ্চিত নয়।
এসএএস/জেআইএম