এলিটা কিংসলের জাতীয় দলে খেলা নিয়ে অনিশ্চয়তা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২১

নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি এলিটা কিংসলে ডাক পেয়েছেন জাতীয় দলের ক্যাম্পে। অনুশীলনও করছেন। ২৭ জনের তালিকায় থাকা এই স্ট্রাইকার কি সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন? আর পারলেই কি তিনি খেলার অনুমতি পাবেন? বিষয়টি পুরোপুরি ধোঁয়াশা।

বাংলাদেশের জার্সিতে খেলতে কিংসলের প্রয়োজন ফিফার অনুমোদন। বাফুফে সর্বোচ্চ চেষ্টা করেছে। এখনও করছে। কিন্তু নতুন এই বাংলাদেশির জাতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। কারণ, শুক্রবার পর্যন্ত পাওয়া যায়নি ফিফার ‘ইয়েসকার্ড’। পাওয়ার সম্ভাবনাও খুব কম।

বিজ্ঞাপন

শুক্রবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন জাতীয় দলের অনুশীলন দেখতে গিয়েছিলেন। তখন কিংসলের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এএফসি ও ফিফা কি করবে, না করবে-সেটা আমি এখান থেকে বলতে পারব না। আমাদের যতটুকু চেষ্টা করার, করছি। তাছাড়া কিংসলে দলে আসলে যে আমার আক্রমণভাগ বদলে যাবে, এটাও ঠিক না। আমাদের তার ফিটনেস, বর্তমান অবস্থা দেখতে হবে এবং সে কোচের দলে সেট করতে পারবে কিনা, সেটাও একটা প্রশ্ন। তাই এই বিষয়টি পুরোই ধোঁয়াশা।’

বাফুফেও এলিটা কিংসলেকে নিয়ে দৌঁড়ঝাপ আর করবে না মনে হলো সভাপতি কাজী মো. সালাউদ্দিনের কথায়। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাচ্ছি না। কারণ, এক. আমার কাছে ফিফা-এএফসির কাগজ হাতে নেই। দুই. আমার কোচ অস্কার বলেননি সে এক নম্বর।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।