নতুন কোচ ব্রুজনকে নিয়েও ‘নাটক’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:১২ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১

জেমি ডে’কে যেদিন অব্যাহতি দিয়ে নতুন কোচের নাম ঘোষণা করেছিলেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, তখন বলেছিলেন-তিনটি টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন অস্কার ব্রুজন।

১-১৬ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপ, একই মাসে কুয়েতে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব ও নভেম্বরে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট পর্যন্ত লাল-সবুজ জার্সিধারীদের দায়িত্বে থাকবেন অস্কার।

চারদিন পর বাফুফে বলছে অস্কার ব্রুজন আপাতত সাফ চ্যাম্পিয়নশিপের দায়িত্বেই থাকবে। পরের দুটি টুর্নামেন্টের জন্য নতুন করে ভাববে তারা। মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের বাসভবনে নতুন কোচকে নিয়ে আলোচনায় বসেছিলেন বাফুফের শীর্ষ কর্মকর্তারা। সভাপতি ছাড়াও ওই আলোচনায় ছিলেন কাজী নাবিল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।

সভার পর বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ব্রুজন আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে দায়িত্ব পালন করবেন, দীর্ঘমেয়াদে নয়। তার সঙ্গে আমাদের সাফ নিয়ে কথা হয়েছে। পরবর্তী দুটি প্রতিযোগিতা নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনা হয়নি। সে সাফ নিয়ে চিন্তা করছে। পরের টুর্নামেন্ট নিয়ে পরবর্তীতে ভাবব।’

শুধু কি দায়িত্বকাল নিয়েই আলোচনা হয়েছে? কাজি নাবিল আহমেদের জবাব, ‘কিভাবে এগোনো যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। কয়জন কোচিং স্টাফ থাকবে, কারা থাকবেন এসব নিয়ে আলোচনা হয়েছে। কোচের পরিকল্পনা কী, তা আমাদের সঙ্গে শেয়ার করেছেন। তার চাহিদার কথাও জানিয়েছেন। আমরা বিবেচনার করব বলেছি।’

মঙ্গলবার ক্যাম্পের খেলোয়াড় তালিকা প্রকাশ করবেন কোচ, এমনটিই শোনা গিয়েছিল। কিন্তু বাফুফের সহ-সভাপতি জানিয়েছেন, বুধবার দল ঘোষণা হবে। তবে সেটা কত সদস্যের তা এখনও ঠিক হয়নি।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।