ফ্রান্স প্রবাসী আরও এক ফুটবলার আছেন জেমির দলে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ২৪ আগস্ট ২০২১

একজন নয়, একসঙ্গে দুই প্রবাসী ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন প্রধান কোচ জেমি ডে। কানাডা প্রবাসী রাহবার খানের জাতীয় দলে ডাক পাওয়ার খবর এখন ফুটবল অঙ্গনে হটকেক। নতুন নাম ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। তাকেও সরাসরি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে বলেছে বাফুফে।

সেপ্টেম্বরে কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অন্য দেশটি ফিলিস্তিন। এর বাইরে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচও খেলবে জেমির শিষ্যরা।

তিনজাতি টুর্নামেন্ট ও ফ্রেন্ডলি ম্যাচ দেখে নতুন দুই প্রবাসী ফুটবলারকে সাফ চ্যাম্পিয়নশিপ দলে রাখার সিদ্ধান্ত নেবেন ইংলিশ কোচ জেমি ডে। অক্টোবরে মালদ্বীপে হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপ।

রাহবাব ও তাহমিদ হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে ডাক পাওয়া তৃতীয় ও চতুর্থ প্রবাসী ফুটবলার। এর আগে ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও এবছর জুনে বিশ্বকাপ বাছাইয়ে ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছিল।

আরআই/আইএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।