মেসিকে নিয়ে সত্যটা গোপনই রাখবেন বার্সার সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০২১

আরনেস্তো ভালভার্দে বার্সেলোনা ছেড়েছেন ২০২০ সালে। পরের বছর এসে লিওনেল মেসিরও বিদায় হয়ে গেল। গুঞ্জন আছে, কাতালান ক্লাবটিতে থাকার সময় অধিনায়ক মেসির সঙ্গে কিছু একটা নিয়ে বড়সড় ঝামেলা হয়েছিল ভালভার্দের।

কী সেই ঝামেলা? এখন তো দুজনই বার্সার বাইরে। মেসিকে নিয়ে কি মুখ খুলবেন ভালভার্দে? সম্প্রতি এক সাক্ষাৎকারে বার্সার সাবেক কোচের পেট থেকে সেই কথা বের করার চেষ্টা করেছিল ইটিবি’র 'এল দিয়া দে মানানা' শো। কিন্তু সম্ভব হলো না।

মেসির সঙ্গে ঝামেলার বিষয়ে ভালভার্দে বলেন, ‘কি ঘটেছিল আমি বলতে চাই না। এটা রহস্যই থাক। মানুষ বরং না জানুক, আমরা কি পছন্দ করতাম এবং ভাবতাম। মানুষ সত্যটা না জানলেই ভালো।’

২০২০ সালের জানুয়ারিতে বার্সার চাকরি ছাড়ার পর আর কোনো ক্লাবে যোগ দেননি ভালভার্দে। তার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আবারও ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনা আছে?

ভালভার্দে বলেন, ‘আমি মনে করি যে এটা সম্ভব- আমি আবার কোচ হতে পারি। তবে সেটা হতে হবে আলাদা প্রজেক্ট। এমন কিছু হতে হবে যা আমাকে উদ্বুদ্ধ করবে এবং উৎসাহ পাব।’

সাবেক বার্সা কোচ যোগ করেন, ‘বার্সেলোনা ছাড়ার পর আমার কিছু সময় দরকার ছিল। আমি ভ্রমণ করতে চেয়েছিলাম। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এই মুহূর্তে আমি জানি না, সামনে কী করতে যাচ্ছি।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।