মেসিকে পুরোপুরি ভুলে যেতে চান বার্সা কোচ কোম্যান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ১৫ আগস্ট ২০২১

লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে চলে গেলেও কেন যেন ন্যু ক্যাম্পের ওপর তারা ছায়া এখনও বিস্তৃত। কেন যেন ন্যু ক্যাম্প থেকে শোকের ছায়াই মুছে যেতে চাচ্ছে না। খেলোয়াড় থেকে কর্মকর্তা- সবাই স্তব্ধ এখনও। মাত্র তিন-চারদিনের ব্যবধানে কী থেকে কী হয়ে গেলো!

মেসি এখন পিএসজির ফুটবলার। বার্সেলোনায় কাটিয়েছেন ২১ বছর। বার্সার জার্সি গায়ে ফুটবল খেলেছেন ১৭ বছর। দীর্ঘ একটি সময়। বার্সার অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছিলেন তিনি। মেসি কখনো বার্সা ছেড়ে যাবেন, এমনটা ভাবতে পারেনি কেউ। যদিও এখন সেটা কেবলই ধারণা।

মেসি পরবর্তী সময়ে লা লিগায় যাত্রা শুরু করতে যাচ্ছে বার্সেলোনা। আজ ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামবে কাতালানরা। এই ম্যাচের আগে পরিস্থিতি যে কঠিন সেটা স্বীকার করে নিয়েছেন বার্সার ডাচ কোচ রোনাল্ড কোম্যান। তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, এখন মেসিকে ভুলে যেতে হবে। মেসির কথা ভুলে নতুন করে শুরু করতে হবে বার্সাকে।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে এসে রোনাল্ড কোম্যান স্বীকার করেন, মেসির চলে যাওয়াটা বার্সেলোনার জন্য অনেক বড় একটি ধাক্কা। তবে, সম্পূর্ণ নতুনভাবে শুরু করতে মুখিয়ে রয়েছেন তিনি। কোম্যান বলেন, ‘বার্সেলোনা সমর্থকদের জন্য এটা অবশ্যই (মেসির চলে যাওয়া) একটা দুঃখজনক ঘটনা। মেসি নিজের পক্ষে সম্ভব যা যা করেছেন ক্লাবের জন্য, সে কারণেই মূলতঃ সবাই ব্যথিত।’

নিজের মধ্যে দুঃখবোধ জন্ম নিলেও তা ধরে রাখার পক্ষে নন কোম্যান। তিনি বলেন, ‘তবে আমাদেরকে অবশ্যই অতীত আঁকড়ে ধরে রাখলে চলবে না। অতীত অতীতই। তা নিয়ে তো সামনে এগুতে পারবো না। এখন যারা আছেন তারাই এই দলটাকে পরিবর্তন করে দেবেন। এ কারণেই বার্সেলোনা সমর্থক হিসেবেও আমি খুব বেশি উত্তেজিত। আমাদেরকে বর্তমান নিয়েই বাঁচতে হবে, অতীত নিয়ে নয়।’

মেসির জায়গাটা কে নেবেন এখন বার্সায়? একজনকে অন্তত এ জায়গায় এগিয়ে আসতে হবে। কে তিনি? রোনাল্ড কোম্যান মনে করছেন আপাতত এই জায়গাটা দখল করতে পারেন আন্তোনিও গ্রিজম্যান। কোম্যান আবার তাকে খুব পছন্দও করেন। তিনি বলেন, ‘গ্রিজম্যানের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। তিনি সম সময়ই একজন টিম প্লেয়ার।’

আইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।