স্বাধীনতা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ জুলাই ২০২১

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতেছে স্বাধীনতা ক্রীড়া সংঘ। রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে গোলশূন্য ড্র করে ৪৫ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে দলটি।

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে এবার একটি দল প্রিমিয়ার লিগে উঠবে। নেমে যাবে দুটি দল। স্বাধীনতা ক্রীড়া সংঘ পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে ওঠার প্রাথমিক যোগ্যতা অর্জন করলো। শর্তপূরণ সাপেক্ষে ক্লাবটিকে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে দেখা যাবে।

২২ ম্যাচে স্বাধীনতা ক্রীড়া সংঘ ১৩টি জিতেছে। ৬ ম্যাচ ড্র করে হেরেছে তিনটিতে। অন্যদিকে ভিক্টোরিয়াকে ৮-২ গোলে হারিয়ে রানার্সআপ হওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ফর্টিস ফুটবল ক্লাব। শেষ ম্যাচে নোফেল না জিতলে ফর্টিস হবে রানার্সআপ।

ম্যাচের পর মাঠেই চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয়েছে। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগসহ অন্যান্য কর্মকর্তারা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।