মোহামেডান-আবাহনী লড়াই রোববার

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৩ জুন ২০২১

২৫ জুলাই শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা; কিন্তু মাঠ সমস্যার কারণে একদিন পিছিয়ে শনিবার ফের শুরু হচ্ছে লিগের খেলা। মুন্সিগঞ্জ ও গাজীপুরে লকডাউন থাকায় আপাতত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই হবে লিগের ম্যাচগুলো।

বুধবার বাংলাদেশ প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ উপকমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী জানিয়েছেন, ‘ক্লাবগুলো ২৫ জুন থেকেই খেলা শুরু করতে রাজী ছিল। তবে আমরা যেহেতু এখনো ফিকশ্চার তৈরি করিনি, তাই একদিন পর ২৬ মে লিগ শুরু হবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে।’

লিগ একদিন পিছিয়ে শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই পিছিয়ে গেলো দেশের দুই জনপ্রিয় ক্লাব মোহামেডান ও আবাহনীর লড়াই। ২৭ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল।

বাফুফে রাজধানীতে আরো দুটি খেলার মাঠ খুঁজছিল; কিন্তু এখনো পায়নি। যে কারণে, আপাতত লিগের খেলা হবে শুধু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

কোচ ও ১২ ফুটবলারসহ ১৭ জন করোনা আক্রান্ত হওয়ায় মোহামেডান তাদের খেলা ১৪ দিন পিছিয়ে দিতে অনুরোধ করেছিল। কিন্তু আক্রান্তদের দ্বিতীয়বার কোভিড-১৯ পরীরক্ষা করানো হলে তাদের মধ্যে কোচ ও ৮ ফুটবলারের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরআই/আইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।