অসহনীয় গরমে অনুশীলনে জামাল-তপুরা
ভারতের বিপক্ষে ম্যাচের আগে শনিবার বাংলাদেশ অনুশীলনে নেমেছে কাতার ইউনিভার্সিটি মাঠে। স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ দল যখন অনুশীলন শুরু করেছে।
বাস থেকে নেমে অনুশীলন মাঠে যাওয়ার পর অসহনীয় গরমে কাহিল অবস্থা ফুটবলারদের। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, ফুটবলাররা যখন অনুশীলন শুরু করে তখন সেখানকার তাপমাত্রা ছিল ৪৮ ডিগ্রি সেলসিয়াস।
কাতার যাওয়ার আগে ঢাকাতেও বাংলাদেশ দল প্রচন্ড গরমে অনুশীলন করেছে। যদিও শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সময় দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে তাপমাত্র ২২ থেকে ২৫ ডিগ্রির মধ্যে নিয়ন্ত্রণে রেখেছিল আয়োজকরা।
সোমবার ভারতের বিপক্ষে ম্যাচটিও একই মাঠে, একই সময় অনুষ্ঠিত হবে। ওই ম্যাচের সময়ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মাঠের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ২২ থেকে ২৫ ডিগ্রির মধ্যে রাখবে।
আরআই/আইএইচএস/জিকেএস