আবারও রোনালদোদের কোচ হলেন অ্যালেগ্রি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ২৯ মে ২০২১

নতুন কোচের নাম ঘোষণা করতে খুব বেশি সময় নিলো না ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। আন্দ্রে পিরলোকে বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই মাসিমিলানো অ্যালেগ্রিকে ফেরানোর ঘোষণা দিলো তারা।

শুক্রবার জুভেন্টাসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় ক্রিশ্চিয়ানো রোনালদোদের কোচ হয়ে ফিরলেন ৫৩ বছর বয়সী অ্যালেগ্রি। তবে এবারের চুক্তি কয় বছরের সেটি জানায়নি জুভেন্টাস কর্তৃপক্ষ।

গত বছরের আগস্টে মাউরিসিও সারিকে বরখাস্ত করে ইতালিয়ান কিংবদন্তি ফুটবলার পিরলোকে কোচের দায়িত্ব দিয়েছিল জুভেন্টাস। কোচিং ক্যারিয়ারে যাত্রা শুরু করে খুব একটা সাফল্যের দেখা পাননি পিরলো। তাই আবার কোচ বদল করতে হলো তুরিনের ক্লাবটিকে।

এর আগে ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত জুভেন্টাসের কোচ ছিলেন অ্যালেগ্রি। তার অধীনে টানা পাঁচ বছর ইতালিয়ান সিরি 'আ' ও চারটি ইতালিয়ান সুপার কাপ শিরোপা জিতেছিল ক্লাবটি। এছাড়াও দুইবার রানার্সআপ হয়েছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে।

জুভেন্টাসের দায়িত্ব ছাড়ার পর অন্য কোনো ক্লাবের দায়িত্ব নেননি অ্যালেগ্রি। ফলে দুই মৌসুমে সারি ও পিরলোর হাত ঘুরে ফের অ্যালেগ্রির কাছেই এলো জুভদের দায়িত্ব। নতুন মৌসুমের শুরু থেকেই পুরোনো ক্লাবের ডাগআউটে ফিরবেন তিনি।

এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।