শেষ রাতে আজ রোমাঞ্চে ঠাসা লা লিগার ম্যাচ
বার্সেলোনা আগেই শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে। শেষ ম্যাচের আগে শিরোপা লড়াই টিকে রয়েছে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল এবং অ্যাটলেটিকোর মধ্যে। যদিও, সর্বক্ষেত্রে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদই। কিন্তু মৌসুমের শেষ বাঁশি না বাজা পর্যন্ত নিশ্চিতভাবে তো তাদেরকে চ্যাম্পিয়ন বলা যাচ্ছে না।
স্প্যানিশ লা লিগার আজ শেষ রাত। যদিও রোববার রাতেও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে, কিন্তু ওই দুটি ম্যাচ শুধুই আনুষ্ঠানিকতার। লিগের সব রোমাঞ্চ, সব আকর্ষণ শেষ হয়ে যাবে আজ রাতেই, বাংলাদেশ সময় ঠিক ১২টায়।
আর কিছুক্ষণ পরই মাঠে নামছে শিরোপা প্রত্যাশী দুই দল অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ। কেউ কারো প্রতিপক্ষ নয়। রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে খেলতে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।
টেবিলে অ্যাটলেটিকো আর রিয়াল মাদ্রিদের ব্যবধান ২ পয়েন্টের। ভায়োদোয়িদের বিপক্ষে অ্যাটলেটিকোকে জিততেই হবে শিরোপা জয়ের জণ্য। আর যদি কোনোমতে হোঁচট খায়, তথা যদি ড্র করে কিংবা হেরে যায় এবং অন্যদিকে ভিয়ালিয়ালকে হারিয়ে দেয় রিয়াল মাদ্রিদ, তখন চ্যাম্পিয়নশিপের মুকুট উঠবে জিনেদিন জিদানের শিষ্যদের হাতেই।
এ কারণেই আজকের রাতটা লা লিগায় সবচেয়ে বেশি রোমাঞ্চকর এবং সবচেয়ে বেশি আকর্ষণীয়। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় স্প্যানিশ লা লিগায় একযোগে মোট ১৪টি ক্লাব মাঠে নামবে, সাতটি ম্যাচে।
রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদই নয় শুধু আজ মাঠে নামছে বার্সেলোনাও। মৌসুমের শেষ বলে বার্সার এই ম্যাচ নিয়ে খুব একটা আকর্ষণ নেই। একে তো তারা টিকে নেই শিরোপা দৌড়ে। তারওপর, শেষ ম্যাচে আজ বার্সার হয়ে মাঠে নামবেন না মেসি। এ কারণে এইবারের বিপক্ষে বার্সার ম্যাচটি নিয়ে আগ্রহও কম ফুটবল ভক্তদের। সবার দৃষ্টি এখন শুধু মাদ্রিদের দিকে।
আইএইচএস/এমকেএইচ