করোনা পজিটিভ ৪ গোলরক্ষক, গ্লাভস পরে দলকে জেতালেন মিডফিল্ডার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ২০ মে ২০২১

মচকাবে, তবু ভাঙবে না- ঠিক এই অবস্থার মধ্যেই রয়েছে আর্জেন্টাইন ক্লাব রিভারপ্লেট। করোনাভাইরাসের থাবায় দলের ৪ গোলরক্ষকই এখন মাঠের বাইরে। ফলে ম্যাচে নামানোর মতো কোনো গোলরক্ষকই নেই এখন দলে। এই সমস্যা সমাধান হয়েছে অভিজ্ঞ মিডফিল্ডার এনজো পেরেজের মাধ্যমে।

বোকা জুনিয়র্সের বিপক্ষে নিজেদের ঘরোয়া লিগের ম্যাচে যুব স্কোয়াড থেকে এক গোলরক্ষক এনে খেলিয়েছিল রিভার প্লেট। কিন্তু মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা কোপা লিবার্তদরেসে এর অনুমতি দেয়নি টুর্নামেন্ট কর্তৃপক্ষ। ফলে মিডফিল্ডার এনজো পেরেজই হাতে গলিয়ে নেন গোলরক্ষকের গ্লাভস।

শুধু ঠেকার কাজ চালানোর জন্য গ্লাভস হাতে নেননি এনজো পেরেজ, রীতিমতো দলের জয়ে রেখেছেন বড় অবদান। রোববার রাতে সান্তা ফে'র বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিভারপ্লেট। নিয়মিত গোলরক্ষক না হয়েও বারের নিচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ৩৫ বছর বয়সী পেরেজ।

jagonews24

ম্যাচের ৬ মিনিটের মধ্যেই জোড়া গোল করে লিড নিয়েছিল রিভারপ্লেট। প্রথমে ৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন ফাব্রিজিও আঙ্গিলেরি। আর ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। এ দুই গোলের সুবাদেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় আর্জেন্টাইন ক্লাবটি।

তবে ছেড়ে কথা বলেনি সান্তা ফে। পুরো ম্যাচে ৭০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেছে ক্লাবটি। গোলের উদ্দেশ্যে শট করে অন্তত ২২টি, যার পাঁচটিই ছিল লক্ষ্য বরাবর। গোল যে তারা করতে পারেননি, এমনটা নয়। ম্যাচের ৭৩ মিনিটের সময় কেলভিনের গোলে ব্যবধান কমায় তারা। কিন্তু এটি যথেষ্ঠ ছিল না।

নিয়মিত কোনো গোলরক্ষককে ছাড়াই পাওয়া এ জয়ে ডি গ্রুপের শীর্ষে উঠে গেছে রিভারপ্লেট। গ্রুপের ৫ ম্যাচ শেষে ২ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে সান্তা ফে। ফ্লুমিনেজের সংগ্রহ ৮ পয়েন্ট আর জুনিয়র এফসির ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।

এসএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।