কোপা ইতালিয়ার শিরোপা জিতল রোনালদোর জুভেন্টাস
মৌসুমজুড়ে শুধু হতাশাই ছিল ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের সঙ্গী। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ার পর, দীর্ঘ ৯ বছর পর হাতছাড়া হয়েছে ঘরের টুর্নামেন্ট সিরি 'আ'র শিরোপা। তবে মৌসুম শেষ হওয়ার আগে আনন্দের উপলক্ষ্য পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে শক্তিশালী আটলান্টাকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। দুই মৌসুম পর এই শিরোপা ঘরে তুলল তুরিনের ওল্ড লেডিরা। সবমিলিয়ে টুর্নামেন্টের ইতিহাসে ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন হলো তারা।
ফাইনাল ম্যাচটি জিততে বেগ পেতে হয়েছে জুভেন্টাসকে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে আটলান্টা। যার জবাব দেয়া সহজ ছিল না জুভেন্টাসের জন্য। পুরো ম্যাচে ৬০ শতাংশ সময় বলের দখল রাখে আটলান্টা, লক্ষ্য বরাবর শটও করে চারটি।
কিন্তু ম্যাচের ৩১ মিনিটের সময় কাজের কাজ গোলটি প্রথম করে জুভেন্টাসই। বল নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকে পড়েছিলেন রোনালদো। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে থমক দাঁড়াতে হয় তাকে। বল পেয়ে যান তারই এক সতীর্থ। যা এক পা ঘুরে চলে যায় কুলুসেভস্কির সামনে।
ডি-বক্সের মধ্যে ভালো জায়গায় বল পেয়ে সেটি কাজে লাগাতে ভুল করেননি এ সুইডিশ ফরোয়ার্ড, লিড পায় জুভেন্টাস। অবশ্য প্রথমার্ধের বিরতিতে যাওয়ার মিনিট চারেক আগেই আটলান্টার হয়ে সমতা ফেরান রুসলান মালিনভস্কি। ফলে সমতায় থেকেই শেষ হয় ম্যাচের অর্ধেক।
দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। তবে আক্রমণের চাপটা বেশি ছিল জুভেন্টাসের। ম্যাচের ৬০ মিনিটে পোস্টে লেগে ফিরে আসে ফেডরিক চিয়েসার শট। তবে ৭৩ মিনিটের সময় আর ভুল হয়নি, চিয়েসার জয়সূচক গোলেই শিরোপা জিতে নেয় জুভেন্টাস।
এদিকে কোপা ইতালিয়ার চ্যাম্পিয়ন হলেও, জুভেন্টাসকে লড়তে হচ্ছে সিরি 'আ'র শীর্ষ চারে থাকার মিশনে। লিগের ৩৭ রাউন্ড শেষে পাঁচ নম্বরে রয়েছে তারা। শেষ ম্যাচে শীর্ষ চারে ঢুকতে না পারলে, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার টিকিট পাবেন না রোনালদোরা।
এসএএস/এএসএম