এমবাপের জাদুতে ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন পিএসজি
মৌসুমের শুরু থেকেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ফরাসি তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপে। তবু উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ চার থেকে ছিটকে গেছে তার দল। ঘরোয়া লিগেও নেই খুব একটা ভালো অবস্থায়।
তবে ফ্রেঞ্চ কাপে আর হতাশায় পুড়তে হয়নি। টুর্নামেন্টের ফাইনালে গোল করে ও করিয়ে নায়ক এমবাপে। তার এমন পারফরম্যান্সে ফাইনালে মোনাকোর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে পিএসজি। যার সুবাদে জিতে নিয়েছে টুর্নামেন্টের রেকর্ড ১৪তম শিরোপা।
বুধবার রাতে চোট ও নিষেধাজ্ঞার কারণে পূর্ণ শক্তির দল নামাতে পারেননি পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো। কার্ডের কারণে নেমে আসা ব্রাজিল তারকা নেইমারের অনুপস্থিতির ছাপ ছিল স্পষ্ট। মাঝমাঠ বা আক্রমণে শৈল্পিক সৃজনশীলতা দেখা যায়নি খুব একটা।
কাজের কাজ গোলটি করতে অবশ্য কোনো সমস্যা হয়নি। ম্যাচের ১৯ মিনিটের সময়ই দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। জাতীয় দলে জায়গা না পাওয়ার পর খেলতে নেমে প্রথম ম্যাচেই লক্ষ্যভেদ করলেন তিনি। যথারীতি বল বানিয়ে দেন এমবাপে।
এই এক গোলের লিডেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় পিএসজি। ম্যাচ শেষ হওয়ার মিনিট দশেক আগে স্কোরশিটে নাম লেখানোর দায়িত্ব নেন এমবাপে নিজেই। অ্যাঞ্জেল ডি মারিয়ার নিখুঁত পাসে জালের ঠিকানা খুঁজে নিতে সমস্যা হয়নি এ ফরাসি তরুণের। ফলে পিএসজি পায় ২-০ গোলের জয়।
এ টুর্নামেন্টে এ নিয়ে পরপর দুইবার এবং সবমিলিয়ে রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। দ্বিতীয় সর্বোচ্চ ১০ বার জেতার রেকর্ড মার্শেইর। প্রায় ৩০ বছর আগে সবশেষ ফ্রেঞ্চ কাপ জেতা মোনাকোর অপেক্ষা আরও বাড়ল ফাইনালে হেরে যাওয়ায়।
ফ্রেঞ্চ কাপ জিতলেও ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর লিগ ওয়ানে সুবিধাজনক অবস্থায় নেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন পিএসজি। লিগের শেষ ম্যাচে শুধু তাদের জিতলেই হবে না, অপেক্ষায় থাকতে হবে টেবিল টপার লিলের ড্র কিংবা হারের জন্য।
এসএএস/এমকেএইচ