বাংলাদেশের স্বাধীনতা দিবসে এএফসির শুভেচ্ছা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৬ মার্চ ২০২১

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে বাংলাদেশিরা নানা কর্মসূচির মাধ্যমে পালন করছেন দেশের স্বাধীনতার পঞ্চাশ বছরপূর্তি দিবসটি।

ক্রীড়াঙ্গনেও নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে স্বাধীনতা দিবস। বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিবসটিতে আয়োজন করেছিল সাবেক ফুটবলারদের নিয়ে প্রীতি ম্যাচ। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছেন সাবেক তারকারা।

জাতির গৌরবের এই দিনে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছে। বাংলাদেশের এই গৌরবের দিনে শুভেচ্ছা জানিয়েছে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি)।

এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি আপলোড করে লিখেছে, ‘হ্যাপি ফিফটিথ ইন্ডিপেন্ডেন্স ডে, বাংলাদেশ।’

ফুটবল ম্যাচে গ্যালারির দর্শকরা বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে উল্লাস করছে, এমন ছবি আপলোড করা হয়েছে এএফসির অফিসিয়াল ফেসবুক পেজে।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।