কাঠমান্ডুতে ফুটবলারদের করোনা পরীক্ষা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৮ মার্চ ২০২১

২৪ ফুটবলার, কোচিং স্টাফ ও অন্যান্য অফিসিয়াল মিলিয়ে ৩২ জনের দল বিকেলে কাঠমান্ডু গিয়ে পৌঁছায় ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে। নেপালের যাওয়ার আগে ফুটবল দলের সদস্যদের করোনা পরীক্ষা করানো হয়েছে ঢাকায়। নেপাল গিয়ে করানো হয়েছে আরো একবার।

বৃহস্পতিবার বিকেলে বিমান বন্দর থেকে হোটেলে প্রবেশের পরপরই বাংলাদেশ দলের সদস্যদের কোভিড-১৯ পরীক্ষার প্রস্তুতি চলে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দলের ৩২ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। শুক্রবার রেজাল্ট পাওয়া যাবে বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

করোনা পজিটভি হওয়ায় ঢাকায় রেখে যাওয়া ডিফেন্ডার রহমত মিয়ার আবার কোভিড-১৯ পরীক্ষা করানো হবে। তিনি এখন হোটেলেই আছেন আইসোলেশনে। রিপোর্ট নেগেটিভ হলে ২২ মার্চ বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর পল স্মলি ও অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে কাঠমান্ডু যাবেন রহমত।

এই টুর্নামেন্টের জন্য গোলরক্ষক কোচ লেস ক্লভেলিকে উড়িয়ে আনছে বাফুফে। তবে তিনি ঢাকায় আসছেন না। শুক্রবার সকালে ইংল্যান্ড থেকে সরাসরি কাঠমান্ডু পৌঁছাবেন।

আরআই/আইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।