নেপাল সফরে জাতীয় দলের ম্যানেজার ইকবাল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ১৪ মার্চ ২০২১

জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ম্যানেজারের নামটি ছিল রহস্যে ঘেরা। গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে বাফুফে সদস্য আমের খানকে ম্যানেজার নিয়োগ দিয়েছিল ফুটবল ফেডারেশন।

প্রশ্ন ছিল, এবার নেপাল সফরে কে হচ্ছেন জাতীয় দলের ম্যানেজার। আমের খানকে ম্যানেজার করবে না সেটা অনুমেয়ই ছিল। তাহলে কি আবার সত্যজিৎ দাশ রুপকে ফিরিয়ে আনা হচ্ছে? এমন গুঞ্জনও ছিল।

তবে সব গুঞ্জন উড়িয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাফুফের সাবেক সদস্য ইকবাল হোসেনকে নেপাল সফরে ম্যানেজারের দায়িত্ব দেয়া হয়েছে।

ইকবাল এর আগেও চার বছর ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এ দায়িত্বটা তার জন্য নতুন নয়। তবে বাফুফের নির্বাহী কমিটির বাইরের কেউ এই দায়িত্ব কমই পান।

দায়িত্ব পাওয়ার পর ইকবাল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ফেডারেশন আমাকে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছে। আমি চেষ্টা করব দলটাকে ভালো রেজাল্ট করানোর সহযোগিতা করার। কারণ, আমার এখন রেজাল্ট দরকার।’

আরআই/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।