সোমবার অনুশীলনে নামছে জাতীয় ফুটবল দল
রিপোর্টিংয়ের পর দিন জিম আর সুইমিং করে সোমবার থেকে মাঠের অনুশীলনে নামছে জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রথম দিন অনুশীলন করাবেন কোচ জেমি ডে।
বাংলাদেশ, নেপাল ও কিরগিজস্তানের অলিম্পিক দল নিয়ে আয়োজিত তিন জাতি টুর্নামেন্ট কাঠমান্ডুতে হবে ২৩ থেকে ২৯ মার্চ। সবাই সবার সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।
আমন্ত্রণমূলক এই টুর্নামেন্টের জন্য কোচ জেমি ডে ২৪ জন এবং অনূর্ধ্ব-২৩ দলের ৭ জনকে ডেকেছেন। ক্যাম্প শুরু হয়েছিল পল্টনের এশিয়া হোটেলে শনিবার রিপোর্ট করেছিলেন ফুটবলাররা।
সেখানে সুযোগ-সুবিধা উন্নত না থাকায় ক্যাম্প সরিয়ে নেয়া হয়েছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে। আগামী ১৮ মার্চ নেপাল যাবে ফুটবল দল। তার আগ পর্যন্ত এ হোটেলেই থাকবেন খেলোয়াড়, কোচ-কর্মকর্তারা।
৩১ ফুটবলারের মধ্যে ২৭ জন রিপোর্ট করেছিলেন শনিবার। রোববার যোগ দিয়েছেন আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও মোহাম্মদ আবদুল্লাহ। অধিনায়ক জামাল ভূঁইয়ার ম্যাচের আগে অনুশীলনে নামা সম্ভব নয়। কলকাতা মোহামেডান তাকে ছাড়বে ১৮ মার্চ।
আরআই/এসএএস/এমকেএইচ