দুদকের অনুসন্ধানে নির্দোষ কাজী সালাউদ্দিন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৮ মার্চ ২০২১

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ করার অভিযোগে উঠেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক) তা থেকে অব্যহতি দিয়েছে। দুদক অনুসন্ধান করে কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায়নি।

তাই দুর্নীতি দমন কমিশন বাফুফে সভাপতিকে সব ধরনের অভিযোগ থেকে মুক্তি দিয়েছে।

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানের জন্য নথিপত্র চেয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে নোটিশ পাঠিয়েছিল দুদক।
পাশাপাশি চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) আবু হোসেনও নোটিশ পেয়েছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। তবে দুই বছর পর দুদক এই অভিযোগের পরিসমাপ্তি ঘোষণা করেছে।

আরআই/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।