ব্রাজিলিয়ান ফ্রান্সিসকোর শেষ মুহূর্তের গোলে সেমিতে আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ০৪ জানুয়ারি ২০২১

ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো রদ্রিগেজের ইনজুরি সময়ের দেয়া গোলে ফেডারেশন কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে আবাহনী। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন আবাহনী ১-০ ব্যবধানে হারিয়েছে উত্তর বারিধারা ক্লাবকে।

এ ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কোয়ার্টার ফাইনালপর্ব। চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের পর আবাহনী নাম লেখালো শেষ চারে। ফাইনালে ওঠার লড়াইয়ে আবাহনী খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে।

তবে দুর্বল উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে আবাহনীর কষ্টার্জিত জয়ে মোটেও খুশি হয়নি আকাশি-নীল সমর্থকরা। ম্যাচের পর পশ্চিম গ্যালারিতে আবাহনী সমর্থকরা বেশকিছু সময় দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করেছেন।

নির্ধারিত ৯০ মিনিটের পর ইনজুরি সময়ে তৃতীয় মিনিটে আবাহনীকে উদ্ধার করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ। নাসির উদ্দিন চৌধুরীর থ্রোয়িং ধরে লম্বা করে উত্তর বারিধারার বক্সে বল ফেলেছিলেন আবাহনীর আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি।

নাবিব নেওয়াজ জীবন বলটি থামিয়ে ফেলেন ফ্রান্সিসকোর পায়ের কাছে। কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান, বল জালে পাঠিয়ে স্বস্তি দেন আবাহনী শিবিরে।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।