ব্রাদার্সের কোচ হলেন আবদুল কাইয়ুম সেন্টু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০

ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপপর্ব থেকে বিদায় নেয়া ব্রাদার্স ইউনিয়ন নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আবদুল কাইয়ুম সেন্টুকে। গত মৌসুমে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের দায়িত্ব পালন করা সেন্টুকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা যাবে ব্রাদার্সের ডাগআউটে।

সোমবার ব্রাদার্স ইউনিয়ন সেন্টুকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তারপরদিনই (মঙ্গলবার) উত্তর বারিধারার কাছে হেরে ফেডারেশন কাপ থেকে বিদায় নিয়েছে। বাফুফের সদস্য মহিদুর রহমান মিরাজের কোচিংয়ে ব্রাদার্স তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে আবদুল কাইয়ুম সেন্টু বলেছেন, ‘সোমবার কথাবার্তা পাকা করেছি। বৃহস্পতিবার আমি ক্লাবে যোগ দেব এবং বছরের প্রথম দিন থেকে লিগের জন্য অনুশীলন শুরু করব। দেখি কতটুকু কি করা যায়।’

এবারের মৌসুমে অন্যতম আলোচিত নাম ব্রাদার্স ইউনিয়ন। বাংলাদেশের ফুটবলের ইতিহাসে ব্রাদার্সই প্রথম ক্লাব যারা নির্ধারিত সময়ে দলবদল করতে পারেনি। যে কারণে তাদের খেলাই অনিশ্চিত ছিল। বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ফেডারেশন কাপে খেলার অনুমতি দিলেও ঝুলে আছে লিগের ভাগ্য।

আরআই/এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।