মাসিহ সাইঘানি ফিরছেন আবাহনীতে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০০ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে এশিয়ান কোটায় আফগানিস্তানের মাসি সাইঘানিকে ফিরিয়ে আনছে আবাহনী। আগামী শনিবার (১২ ডিসেম্বর) তিনি ঢাকায় আসছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন আবাহনী ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু।

মাসিহ সাইঘানি ২০১৮-১৯ মৌসুমে আবাহনীর জার্সিতে ১২ ম্যাচ খেলেছিলেন। তার দুর্দান্ত নৈপুণ্যে আবাহনী এএফসি কাপের জোনাল সেমিফাইনালে উঠেছিল। পরে তিনি চলে যান ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব চেন্নাইন এফসিতে।

আফগানিস্তানের সেন্ট্রাল ডিফেন্ডার মাসিহ সাইঘানিকে নিশ্চিত করার পর আবাহনীর নতুন মৌসুমের বিদেশি কোটা পূর্ণ হলো। আবাহনী এবার শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবে দুই ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল, ফরোয়ার্ড ফ্রান্সিসকো ও হাইতির বেলফোর্টকে নিয়ে।

নতুন ফুটবল মৌসুমে একটি দল চারজন বিদেশি রেজিষ্ট্রেশন করাতে পারবে। তার মধ্যে একজন এশিয়ান কোটায় থাকতে হবে। মাসিহ সাইঘানিকে নেয়ার মাধ্যমে সেই কোটা পূরণের পাশাপাশি চার বিদেশিও চূড়ান্ত করল আবাহনী।

আরআই/এসএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।